Breaking News

সিক্স প্যাকের অঙ্কুশের সাথে সুন্দরী তন্বী ঋত্বিকা... রইল এক্সক্লুসিভ ছবি

     টলিপাড়ার মিষ্টি তরুণী অভিনেত্রী ঋত্বিকা সেন। যার সৌন্দর্য ও সারল্যে আগেই বরবাদ হয়েছে দর্শক। এই অভিনেত্রীর আসন্ন ছবির নাম 'ভিলেন'। ছবির পরিচালক বাবা যাদবশ্রী ভেঙ্কটেশ ফিল্মস্  প্রযোজিত এই ছবিতে ঋত্বিকার বিপরীতে থাকছেন  অভিনেতা অঙ্কুশ। এই প্রথমবার জুটি বাঁধলেন তাঁরা। এর আগে কোন ছবিতে একসঙ্গে অন স্ক্রীন দেখা যায়নি অঙ্কুশ-ঋত্বিকাকে। 'ভিলেন' ছবিতে অঙ্কুশের প্রেমিকা রূপে দেখা যাবে ঋত্বিকাকে। উল্লেখ্য মিমিও থাকছেন এই ছবিতে। ইতিমধ্যে প্রকাশিত হওয়া এই ছবির 'প্যায়ার কা ডোজ' গানটির মাধ্যমে প্রথমবার অন স্ক্রীন একসঙ্গে আসেন তারা। পার্টি থিমের গোয়া শুট হওয়া এই গানটি যেমন সকলের ভালো লেগেছে, তেমনি ভালো লেগেছে নতুন জুটির রসায়ন। সুঠাম চেহারার অঙ্কুশের সাথে পাল্লা দিয়ে সুন্দরী লাস্যময়ী তন্বী ঋত্বিকা বাড়িয়েছেন উত্তাপ। 

     দেখে নিন অঙ্কুশ-ঋত্বিকার কিছু এক্সক্লুসিভ ছবি -

01/04
02/04
03/04
04/04        

1 comment: