Breaking News

'হইচই আনলিমিটেড' মৌলিক, নাকি রিমেক? মুখ খুললেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়

    
      এই পুজোয় দেব নিয়ে আসছেন দমফাটা হাসির সিনেমা 'হইচই আনলিমিটেড'। মাল্টিস্টারার এই কমার্শিয়াল সিনেমাটি প্রযোজনা করছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার প্রাইভেট লিমিটেড। আর কিছু দিন আগে এই সিনেমাটিকে ঘিরেই তৈরি হয় বিতর্ক। সিনেমাটির জন্য দেবের অভিনব প্রচার কৌশল ইতিমধ্যেই হইচই ফেলে দিয়েছে চারদিকে। দেব প্রথম থেকেই বলেছেন 'হইচই আনলিমিটেড' একটি মৌলিক গল্প। কিন্তু সাংবাদিক ইন্দ্রনীল রায় হঠাৎই দাবি করেন যে, 'হইচই আনলিমিটেড' একটি মৌলিক ছবি নয়, এটি একটি পাকিস্তানি ছবির রিমেক।




 সিনেমা নকল বিতর্ক পুলিশ পর্যন্ত গড়ায়। এই বিতর্ক নিয়ে 'হইচই আনলিমিটেড'-এর পরিচালক তথা চিত্রনাট্যকার অনিকেত চট্টোপাধ্যায় এত দিন চুপ থাকলেও অবশেষে তিনি মুখ খুললেন। পরিচালক জানিয়েছেন 'হইচই আনলিমিটেড'-এর হৈ চৈ-এর জবাব দিতে প্রথমে সাংবাদিক সম্মেলন করার কথা ভাবলেও, সেই ভাবনা তিনি বাতিল করেন। পরে তিনি তার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলের ওয়ালে সমস্ত বিষয়ের খোলসা করেন এবং পরিষ্কার জানিয়ে দেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং 'হইচই আনলিমিটেড' কোন রিমেক ছবি নয়। 
     আসুন দেখে নিন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় ঠিক কি লিখেছেন -

1 comment: