Breaking News

দেবের ভয়ংকর রূপ ! ভাইরাল ভিডিও - আসল কারন জানুন


ঠাৎ  মেজাজ হারালেন দেব ।
শনিবার রাত থেকে দেবের এক ভিডিও ভাইরাল । ভিডিওতে দেখা যাচ্ছে দেবের ভয়ংকর রূপ । তিনি এক যুবকের উপর প্রচন্ড রেগে আছেন এবং ওই যুবককে মারতেও যাচ্ছেন । কিন্তু কেন ? হঠাৎ দেব এত রেগে গেলেন কেন ? 

ঐ ভিডিও প্রকাশের পর থেকে বিভিন্ন মহলে জোর জল্পনা শুরু হয়েছে । সুপারস্টার দেবের এমন আচরণ নিয়ে প্রশ্ন তোলেন দর্শকেরা।  এর আগে কখনও দেবের এই রূপ দেখা যায়নি । তবে এমন কি হল, যে দেব ওই যুবকের উপর এত রেগে গেলেন । এমনকি মারধর ও করতে লাগলেন । তাঁর সহকর্মীরা বাঁধা দেওয়ার চেষ্টা করলেও তিনি কোনো বাঁধাই মানছেন না ।  দেখুন ভিডিও :- 

এর আসল কারন হল দেবর নতুন ছবি "হইচই আনলিমিটেড" এর প্রোমোশন । প্রথম থেকেই দেব তাঁর সিনেমার প্রোমোশন নতুন, অভিনব কায়দায় করছেন । এই সিনেমার টাইটেল ট্রাকটি 'ফ্লাশ মব'-এর মাধ্যমে প্রকাশ্যে এনেছিলেন । এবার তিনি এই পথ বেছে নিলেন । প্রোমোশনের  জন্যই তিনি এই ভিডিওটি শুট করেছেন । অবশ্য এই ভিডিওটি টিজার মাত্র । সম্পূর্ন ভিডিওটি খুব শীঘ্রই প্রকাশ্যে আসতে চলেছে ।

No comments