আরমান-এর কন্ঠে 'ভিলেন'-এর ''প্যায়ার কি ডোজ'' ... নাচবেন আপনি!
ভিলেন আসছে ভালোবাসা নিয়ে। সকলকে দেবে ভালোবাসার ডোজ। ভিলেন আবার ভালোবাসা! — আপনি এটাই ভাবছেন তো? কিন্তু হ্যাঁ, এটাই সত্যি। আসলে কিছুদিন আগে মুক্তি পেয়েছে পরিচালক বাবা যাদব-এর সিনেমা 'ভিলেন'-এর ট্রেলার। অভিনেতা অঙ্কুশ হাজরাকে যাতে দেখা গেছে ভিলেন রূপে। আর আজ মুক্তি পেল এই সিনেমার দ্বিতীয় গান। গানের নাম 'প্যায়ার কি ডোজ'। টলিউডের মিষ্টি অভিনেত্রী ঋত্বিকা সেন-কে প্রথমবার অঙ্কুশের বিপরীতে দেখা যাবে গানটিতে। অঙ্কুশ- ঋত্বিকার নাচ এবং তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি ভাল লাগবে দর্শকদের।
শ্রী ভেঙ্কটেশ ফিল্মস্ প্রযোজিত 'প্যায়ার কি ডোজ' গানটি গেয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আরমান মালিক। এই পেপি ট্র্যাকটি লিখেছেন রিভো এবং দেব সেন সঙ্গীত পরিচালনা করেছেন।
এখনি দেখে নিন গানটি —
No comments