'Back Dancer থেকে বাবা-র Director হয়ে ওঠার কাহিনী'
বাংলা চলচ্চিত্র জগতে একটি অত্যন্ত পরিচিত নাম বাবা যাদব। তিনি এখন একজন বিখ্যাত কোরিওগ্রাফার। মহব্বাত, আন্দাজ, জামিন প্রভৃতি হিন্দি ছবিতে কোরিওগ্রাফির কাজ করেছেন বাবা। এছাড়াও আই লাভ ইউ, প্রেমের কাহিনী থেকে জিও পাগলা - প্রায় সব বাংলা সিনেমার কোরিওগ্রাফার তিনিই।
এখন বাবা একজন সফল পরিচালকও বটে। তার পরিচালিত প্রথম বাংলা ছবি 'বস' দারুন সফলতা লাভ করে। বাবা যাদব এরপর গেম, বাদশা দা ডন, বস ২ - ছবি পরিচালনা করেন।
তবে যাদব তার শুরুটা করেছিলেন একজন ব্যাক ডান্সার হিসেবে। DDLG সিনেমার 'Mehndi Laga Ke Rakhna' , Hum Dil De Chuke Sanam সিনেমার ' Nimbooda Nimbooda '-র মত দারুন সব গানের দৃশ্যে আমরা বাবা যাদব -কে শাহরুখ খান, ঐশ্বর্য রাই -এর পিছনে চিহ্নিত করতে পারি।
বর্তমানে তিনি ''বিন্দাস ডান্স'' নামে এক ডান্স রিয়েলিটি শোয়ের বিচারক। বাবা যাদবকে তার সাফল্যের জন্য শুভেচ্ছা জানাই।
এখন বাবা একজন সফল পরিচালকও বটে। তার পরিচালিত প্রথম বাংলা ছবি 'বস' দারুন সফলতা লাভ করে। বাবা যাদব এরপর গেম, বাদশা দা ডন, বস ২ - ছবি পরিচালনা করেন।
তবে যাদব তার শুরুটা করেছিলেন একজন ব্যাক ডান্সার হিসেবে। DDLG সিনেমার 'Mehndi Laga Ke Rakhna' , Hum Dil De Chuke Sanam সিনেমার ' Nimbooda Nimbooda '-র মত দারুন সব গানের দৃশ্যে আমরা বাবা যাদব -কে শাহরুখ খান, ঐশ্বর্য রাই -এর পিছনে চিহ্নিত করতে পারি।
বর্তমানে তিনি ''বিন্দাস ডান্স'' নামে এক ডান্স রিয়েলিটি শোয়ের বিচারক। বাবা যাদবকে তার সাফল্যের জন্য শুভেচ্ছা জানাই।