'কসমিক সেক্স' সিনেমায় অভিনয় করে ভুল করেছেন বললেন ঋ
২০১৫ সালে মুক্তি ‘কসমিক সেক্স’। সিনেমাটিতে যৌনতা ও আধ্যাত্মিকতার মধ্যে এক ধরনের সংযোগের বিষয় দেখানো হয়েছে। যেখানে দেহতত্ত্বের প্রভাব রয়েছে, যা প্রান্তিক পুরুষ এবং নারীদের মধ্যে আজও চর্চিত। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী ঋতুপর্ণা সেন। তবে ঋ নামেই অধিক পরিচিত এই অভিনেত্রী।
‘কসমিক সেক্স’ সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয় করে অনেক সমালোচিত হন অভিনেত্রী ঋ। মানুষ তাকে নিয়ে সমালোচনা করলেও এ ধরনের চরিত্রে অভিনয় করে ভুল করেননি, জানিয়েছিলেন ঋ। কিন্তু সম্প্রতি নতুন উপলব্ধির কথা জানালেন টলিউডের এই অভিনেত্রী।
'কসমিক সেক্স' ছবির একটি দৃশ্য |
একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী ঋ বলেন, ‘‘আমার ‘কসমিক সেক্স’ সিনেমাটি করা উচিত হয়নি। পরিচালক, প্রযোজক আমাকে এটা বলার জন্য হেট করবেন, তবু আমি বলব ওই সিনেমাটি আমার করা উচিত হয়নি।’’
সিনেমাটি মুক্তির পর কেটে গেছে দীর্ঘ সময়। এতবছর পর ঠিক কী কারণে এমন উপলদ্ধি, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি এই অভিনেত্রী।
No comments