Breaking News

'ভিলেন' অঙ্কুশের নতুন লুক !

    

    অভিনেতা অঙ্কুশ হাজরা এখন ব্যস্ত তার পরবর্তী ছবি 'ভিলেন'-এর শুটিং-এ। সিনেমাটি পরিচালনা করছেন বাবা যাদব এবং মিমি চক্রবর্তী থাকছেন অঙ্কুশের বিপরীতে। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস্  প্রযোজিত এই সিনেমাটিতে থাকছে ভরপুর অ্যাকশন সিকুয়েন্স। অভিনেতা অঙ্কুশ এর কথায়, বাংলার সবচেয়ে বড় অ্যাকশন থ্রিলার ছবি হতে চলেছে 'ভিলেন'। ছবির জন্য অভিনয়, নাচ, ফিটনেসসহ বিভিন্ন বিষয়ে গ্রুম করছেন নিজেকে। একদমই বদলে ফেলেছেন নিজের লুক এবং নতুন এক মাচো লুকে ফিরছেন অঙ্কুশ। দেখুন তারই কিছু ঝলক

01/08
02/08
03/08
04/08
05/08
06/08
07/08
08/08
No comments