রাইমার হাতে ওয়াইনের গ্লাস, নেশায় মজলো সাইবার দুনিয়ায় !
রাইমা সেন বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তবে শুধু বাংলা সিনেমা নয়, হিন্দি ছবিতেও তিনি বেশ জমিয়ে করেছেন কাজ। এখন অবশ্য রাইমা তাঁর ছবি করার সংখ্যা কমিয়ে দিয়েছেন। কাজ করছেন বেছে বেছে। করছেন ওয়েব সিরিজও। তবে রাইমাকে এখন সব থেকে বেশি দেখা যাচ্ছে নিত্য নতুন ফোটোশ্যুটে। রাইমা সোশ্যাল মিডিয়াতে সেই সব ছবি শেয়ারও করছেন।
সম্প্রতি একেবারে অন্য রকম ভাবে ধরা দিলেন অভিনেত্রী রাইমা সেন। ওয়াইনের গ্লাস হাতে ফটোশুট করলেন এই সুন্দরী বঙ্গ তনয়া। মুহূর্তেই রাইমার রুপের নেশায় পাগল হয় নেট দুনিয়া।
▪️02/05
▪️03/04
▪️04/05
▪️05/05
No comments