তমোঘ্ন তাঁর পরবর্তী হিন্দি ও বাংলা গানের ভিডিওর শুটিং সেরে ফেললেন - Filmy Network
সম্প্রতি ১১ই জুলাই একটি
বৃষ্টির দিনে গায়ক ও পরিচালক তমোঘ্ন তাঁর পরবর্তী হিন্দি ও বাংলা গানের ভিডিওর
শুটিং সেরে ফেললেন । গানটির শুটিং হয়েছে মধ্যমগ্রামের একটি বিশালবহুল বাড়িতে । এই
গানটির পরিচালক ও গায়ক তমোঘ্ন নিজেই । বাংলা গানের কথা লিখেছেন তমোঘ্ন নিজেই ।
কিন্তু হিন্দি গানের কথা লিখেছেন প্রেম কুমার গুপ্ত । গানটির সাউন্ড ডিজাইনিং গায়ক
নিজেই করেছেন । গানটির রেকডিং করছেন রবি মাঝি এবং প্রোগ্রামিং করছেন সুভাস মল্লিক
। এই গানটি হিন্দি “দিলতারসে” ও বাংলা “ভালোবাসা” দুই ভার্সানে আসতে চলেছে । এই মিউজিক ভিডিওর মডেল হিসাবে বেছে নেওয়া হয়েছে
শ্রেষ্ঠা সুরকে ।
আজ বাংলা সঙ্গীত জগতে এক
বিশিষ্ট নাম তমোঘ্ন । শুধু বাংলা না তিনি বলিউডে বিশিষ্ট গায়াকদের সাথে কাজ করেছেন
। খুব তারাতারি এই মিউজিক ভিডিওটি আসতে চলেছে ।
Great work Tamoghna sir
ReplyDelete