রোমান্স, সাসপেন্স এবং অ্যাকশন্সে ভরপুর ভিলেনের ট্রেলার
মুক্তি পেল বাবা যাদব পরিচালিত 'ভিলেন' সিনেমার ট্রেলার। জবরদস্ত রোমান্স, সাসপেন্স এবং একশনসে্ ভরপুর দু মিনিট তিন সেকেন্ডের ট্রেলার ভিডিওটি। অঙ্কুশ-কে ট্রেলারে দেখা যাচ্ছে - রাজা এবং জয় রূপে দ্বৈত চরিত্রে। রাজা ও জয় দুটো আলাদা মানুষ, নাকি একজনই? ভিলেনই বা কে? সিনেমার ট্রেলারটি দেখলে অবশ্যই আপনার মাথায় আসবে এই প্রশ্নগুলি। এর উত্তর জানার জন্য অবশ্যই ১২ ই অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ ঐদিন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস্ প্রযোজিত 'ভিলেন' মুক্তি পেতে চলেছে।
অঙ্কুশকে দেখা যাবে দুই নায়িকা — মিমি চক্রবর্তী এবং ঋত্বিকা সেন -এর সঙ্গে প্রেম করতে। অঙ্কুশ ও মিমি নতুন দুরন্ত লুক চোখে লাগবে আপনার। অন্যদিকে দুষ্টু-মিষ্টি ঋত্বিকা কে প্রথম বার দেখা যাবে অঙ্কুশের বিপরীতে।
অঙ্কুশ -এর আসল পরিচয় কি? সেইকি ভিলেন? ধোঁয়াশা দূর করতে পুজোয় অবশ্যই দেখতে হবে 'ভিলেন'।
No comments