একরাশ শূন্যতা নিয়ে ‘সেই তুমি’র খোঁজে 'পরিণীতা' শুভশ্রী
পরিচালক রাজ চক্রবর্তী প্রথমেই জানিয়েছিলেন এক ভিন্ন স্বাদের ছবি উপহার দিতে চলেছেন তিনি। শনিবার মিলল তারই আভাস। কারন শনিবার মুক্তি পেয়েছে 'পরিণীতা' ছবির দ্বিতীয় গান 'সেই তুমি'।
'পরিণীতা'-র প্রথম পোস্টার যখন প্রকাশ্যে এসেছিল তখন থেকেই এক দুষ্টমিষ্টি সম্পর্কের আভাস মিলেছিল। পরে ছবির ট্রেলারে ঋত্বিকের মৃত্যু চমকে দিয়েছে সবাইকে। তারপরের গল্পটা এবার সামনে উঠে এল এই গানের মধ্যে দিয়ে। জীবন থেকে যখন চিরতরে হারিয়ে যায় ভালোবাসার মানুষটা তখন যে কি অবস্হা হয় তা এই ‘সেই তুমি’ গানে উঠে এসেছে।
আরো দেখুনঃ
'পরিণীতা' ছবির ‘সেই তুমি’ গানে দেখা মিলেছে ঋত্বিক চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলীর। গানে শুভশ্রী রয়েছেন সম্পূর্ণ নতুন লুকে। তাঁর অভিনীত চরিত্রটিতে সুখ-দুঃখ, ভালোবাসা, মনের কষ্ট -সব কিছুই যেন উঠে এসেছে এই গান আর তাঁদের অভিনয়ের গুণে৷ এ যেন এক অন্যরকম শুভশ্রী৷
অনবদ্য এই গানটিতে অর্ক কথা সুর এবং কণ্ঠ দিয়েছেন।
এখনি দেখুন 'পরিণীতা' ছবির দ্বিতীয় গান 'সেই তুমি'ঃ
No comments