Breaking News

টলিউডে 'ভিলেন' দেখে নিন কে !

Ankush

হ্যাঁ অঙ্কুশকে এবার দেখা যাবে  'ভিলেন' চরিত্রে।
পরিচালাক বাবা যাদব তাঁর পরবর্তী ছবি নিয়ে হাজির । ছবির নাম 'ভিলেন' । এস ভি এফ এর ব্যানারে আসতে চলেছে এই ছবিটি । এই ছবিতে 'ভিলেন' চরিত্রে দেখা যাবে অঙ্কুশ -কে । এছাড়াও অঙ্কুশ এর বিপরীতে দেখা যাবে দুই টলি সুন্দরী মিমি ও রিত্তিকা-কে ।

Rittika 

 এই সিনেমায় রিত্তিকা-র চরিত্রে নাম স্নেহা। যে খুব সাহসী এবং বুদ্ধিমান । আগে যে সমস্ত চরিত্রে অভিনয় করেছেন তার থেকে  আলাদা এই চরিত্রটি । এই প্রথম অঙ্কুশ-এর সাথে জুটিতে দেখা যাবে তাঁকে। অন্য দিকে মিমিও থাকছেন এই ছবিতে। বাবা যাদব-এর সাথে এই দুই নায়িকার প্রথম কাজ । ইতিমধ্যেই ছবির কাজ শুরু হয়েছে। শুটিং চলছে দক্ষিন কলকাতায় ।   

No comments