'ভিলেন' সিনেমার প্রথম গান 'শুধু তুই' প্রকাশিত হলো
বাবা যাদব পরিচালিত এবং শ্রী ভেঙ্কটেশ ফিল্মস্ প্রযোজিত 'ভিলেন ' ছবির প্রথম গান প্রকাশিত হলো। গানের নাম 'শুধু তুই '। অঙ্কুশ হাজরা এবং মিমি চক্রবর্তী -কে দেখা যাবে এই গানটিতে। দুষ্টু-মিষ্টি প্রেমের সুন্দর এক চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই গানে। অঙ্কুশ-মিমি জুটির কেমিস্ট্রি দর্শকদের মন জয় করে নিয়েছে। এই রোমান্টিক গানটি ইউটিউবে প্রকাশের কয়েক ঘন্টা পরই ট্রেন্ডিং তালিকার শীর্ষস্থানে বিরাজ করতে থাকে। 'শুধু তুই ' গানটির গীতিকার প্রসেন এবং সুরকার অম্লান । গানটি গেয়েছেন রাজ বর্মন ও তৃষা চ্যাটার্জী ।
এখনি দেখে নিন 'শুধু তুই' গানের ভিডিওটি ➖
No comments