Breaking News

অভিনব কায়দায় 'হবে রে হইচই' মুক্তি পেল : দেখুন গানটি


এখন দেব মানেই নতুনত্ব। তা সিনেমা হোক বা সিনেমার প্রোমোশন । সমস্ত ক্ষেত্রেই দেখা গেছে দেব তাঁর সিনেমার মধ্যে নতুন নতুন পরীক্ষা করে চলেছেন। এর ফলে তিনি দর্শকদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছেও যাচ্ছেন ।
এই পুজোয় দেব তাঁর পরবর্তী ছবি নিয়ে হাজির হচ্ছেন । ছবির নাম হল 'হইচই আনলিমিটেড' । এই সিনেমাটি দেব প্রোডাকশনের তৃতীয় ছবি । ছবির নাম শুনেই অনুমান করতে পারছেন ছবিটিতে কেমন হইচই হতে পারে । দেব বলেছেন - "হইচই যখন হবে মন খুলেই হবে , কোনো লিমিট থাকবে না। পুরো আনলিমিটেড ভাবেই হবে ।"
'হইচই আনলিমিটেড' সিনেমার প্রথম গান 'সুজন মাঝি রে' ইতিমধ্যেই সকলের মন কেড়েছে । এবার অভিনব কায়দায় এই সিনেমার টাইটেল ট্রাক 'হবে রে হইচই' মুক্তি পেল । গানটি গেয়েছেন মিকা সিং মধুবন্তি । এই ছবির গাানের দায়িত্বে রয়েছেন স্যাভি । দেখুন গানটি —


এই বছর দুর্গ্গা পুজো সমস্ত দর্শকরা হইচই করবেন দেবের সাথে । ১২ই অক্টোবর 'হইচই আনলিমিটেড' সিনেমাটি আপনাদের কাছের প্রেক্ষাগৃহে আসতে চলেছে ।

1 comment: