Breaking News

৯ আগস্ট আসছে জিতের ‘প্যান্থার’ | Filmy Network


সিনেমার নাম  'প্যান্থার - হিন্দুস্থান মেরি জান'। সিনেমাটির নাম ও ভূমিকায় অভিনয় করছেন টলিউড সুপারস্টার জিৎ। ছবিতে তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থার আন্ডারকভার এজেন্ট। তার জীবনের লক্ষ্য সন্ত্রাসবাদকে সমূলে উৎপাটিত করা।

পরিচালক অংশুমান প্রত্যুষ পরিচালিত ‘প্যান্থার’ ছবিতে জিৎ -এর বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা দাস। এছাড়াও এই ছবিতে থাকছেন শাশ্বত চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, সুদীপ মুখোপাধ্যায় প্রমুখ।
'প্যান্থার' ছবির একটি দৃশ্যে জিৎ এবং শ্রদ্ধা দাস
চলতি বছরের ১৪ ই জুন  'প্যান্থার - হিন্দুস্থান মেরি জান' সিনেমাটির পোস্টার প্রকাশ্যে আসে এবং জানা যায় ছবিটি আগস্ট মাসে মুক্তি পাবে। যদিও কোন নির্দিষ্ট দিন তখন ঘোষণা করা হয়নি। অবশেষে ছবিটির প্রযোজনা সংস্থা অফিশিয়ালি সেই তারিখ ঘোষণা করল। তারা জানিয়েছে  'প্যান্থার - হিন্দুস্থান মেরি জান' সিনেমাটি এবছর ৯ই আগষ্ট মুক্তি পাবে।

No comments