৯ আগস্ট আসছে জিতের ‘প্যান্থার’ | Filmy Network
সিনেমার নাম 'প্যান্থার - হিন্দুস্থান মেরি জান'। সিনেমাটির নাম ও ভূমিকায় অভিনয় করছেন টলিউড সুপারস্টার জিৎ। ছবিতে তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থার আন্ডারকভার এজেন্ট। তার জীবনের লক্ষ্য সন্ত্রাসবাদকে সমূলে উৎপাটিত করা।
পরিচালক অংশুমান প্রত্যুষ পরিচালিত ‘প্যান্থার’ ছবিতে জিৎ -এর বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা দাস। এছাড়াও এই ছবিতে থাকছেন শাশ্বত চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, সুদীপ মুখোপাধ্যায় প্রমুখ।
'প্যান্থার' ছবির একটি দৃশ্যে জিৎ এবং শ্রদ্ধা দাস |
Official Announcement: #Panther #HindustanMeriJaan is releasing on 9th August,2019.@jeet30 @shraddhadas43 @iamthesaurav @a_pratyush @GRASSROOTENT @amitjumrani @gopalmadnani pic.twitter.com/03Nx3fXnEC— Jeetz Filmworks (@JeetzFilmworks) July 19, 2019
No comments