অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীকে কারাদণ্ডের নির্দেশ বিচারকের | Filmy Network
টলিউড অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীকে শুক্রবার ছ’মাসের কারাদণ্ড দিলেন আলিপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট শুভদীপ চৌধুরী। এর কারন হল অভিনেতার চেক বাউন্স করা।
২০১৫ সালে ধর্মতলার একটি সংস্থার কাছ থেকে অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী ব্যক্তিগত কারণে দশ লক্ষ টাকা ঋণ নেন। সংস্থার কর্তা তথা ব্যবসায়ী দর্শন খামানির অভিযোগ, বিশ্বজিৎবাবু ধার শোধ করতে গিয়ে তাঁকে যে ক’টি চেক দেন, সেগুলি ব্যাঙ্কে জমা দেওয়ার পরে বাউন্স করে। এরপরেই বিশ্বজিৎবাবুর বিরুদ্ধে আলিপুর আদালতে মামলা দায়ের করেন ঐ ব্যবসায়ী।
জানা গিয়েছে, ২০১৭ সালে মামলাটি দায়ের হয়। দু’বছর ধরে মামলাটি চলার পরে অবশেষে কিছু দিন আগে শুনানি শেষ হয় এবং বিচারক শুক্রবার রায় দেন। আলিপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট শুভদীপ চৌধুরী নির্দেশ দিয়েছেন, যে টাকা বিশ্বজিৎবাবু ধার নিয়েছিলেন, তা ফেরত দেওয়ার পাশাপাশি অতিরিক্ত ৩০ শতাংশ টাকা প্রাপককে দিতে হবে। অন্তত ১৪ লক্ষ টাকা এক মাসের মধ্যে ফেরত দিতে হবে ওই ব্যবসায়ীকে। অনাদায়ে আরও ছ’মাসের কারাবাসের নির্দেশ দেবে আদালত।
অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী আপাতত জামিনে মুক্ত।তবে তিনি বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।
No comments