Breaking News

ইডি দপ্তরে জেরার মুখে সুপারস্টার প্রসেনজিৎ | Filmy Network


অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত পর রোজভ্যালি কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি দপ্তরে হাজিরা দিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আজ শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সকাল ১১টায় নিজের আইনজীবীকে নিয়ে হাজির হন টলিউডের এই সুপারস্টার।

সম্প্রতি পশ্চিমবঙ্গের রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে জেরা করে ইডি এবং সেখান থেকে বেশ কিছু তথ্য-সূত্র উঠে আসে তদন্তকারীদের হাতে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে রোজভ্যালির একাধিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল। সূত্র মারফত জানা গেছে, কী কারণে তিনি সেসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তা জানতে চাওয়া হয় ও এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বক্তব্য রেকর্ড করেন তদন্তকারীরা। 

এদিন ইডি দপ্তরে ঢোকার আগেই প্রসেনজিৎ জানিয়েছেন, ইডি তদন্তে সাহায্য করবেন তিনি। 

No comments