'প্যান্থার' ছবির নতুন পোস্টারে অ্যাকশনের মেজাজে জিৎ | Filmy Network
প্রকাশ্যে এলো জিৎ-এর অ্যাকশন ছবি 'প্যান্থার - হিন্দুস্থান মেরি জান' এর নতুন দুটি পোস্টার। আজ, সোমবার নিজের টুইটারে পোস্টর দুটি পোস্ট করেছেন জিৎ। নতুন পোস্টার দুটিতেই জিৎকে দেখা গেছে অ্যাকশনের মেজাজে।
Live, Breathe and Fight for #India#Panther #HindustanMeriJaan #August2019 #Panthertakesoff pic.twitter.com/tsM21FAErI— Jeet (@jeet30) July 15, 2019
দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা দাস এই ছবিতে জিৎ এর বিপরীতে থাকছেন। এছাড়াও 'প্যান্থার'-এ দেখা যাবে কাঞ্চন মল্লিক, সুদীপ মুখোপাধ্যায়কে। নেতিবাচক ভূমিকায় থাকছেন অভিনেতা সৌরভ চক্রবর্তী। ছবিটির পরিচালক অংশুমান প্রত্যুষ। চলতি বছরের ১৪ ই আগস্ট মুক্তি পাবে 'প্যান্থার - হিন্দুস্থান মেরি জান' ছবিটি।
No comments