Breaking News

আবারও জিতের নায়িকা শ্রদ্ধা - Filmy Network


     পরিচালক অংশুমান প্রত্যুষের ডেবিউ ছবি 'প্যান্থার' -এর শুটিং শুরু হয়ে গেছে। ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন অভিনেতা জিৎ। আর এই ছবিতে জিৎ-এর থাকছেন অভিনেত্রী শ্রদ্ধা দাশ। দক্ষিণের জনপ্রিয় এই অভিনেত্রী এর আগেও জিতের এর সঙ্গে 'বাদশা: দা ডন', 'দ্য রয়েল বেঙ্গল টাইগার' নামক দুটি ছবিতে কাজ করেছেন। জিৎ -এর সঙ্গে এটি তার তৃতীয় ছবি হতে চলেছে।

Actress Shraddha Das with Tollywood actor Jeet
      ইতিমধ্যেই ছবির শুটিং শুরু হয়ে গেছে। কলকাতায় 'প্যান্থার' টিমের সঙ্গে যোগ দিয়েছেন শ্রদ্ধা। ছবিটি নিয়ে ভীষণ খুশি এই অভিনেত্রী জানিয়েছেন, "বাংলা সিনেমা বাদশা জিৎ-এর নায়িকা হিসেবে কাজ করতে পেরে তিনি সম্মানিত।" কলকাতা, দিল্লী, মুম্বাইসহ বিদেশে ছবির শুটিং হওয়ার কথা। সব ঠিক থাকলে 'প্যান্থার' আগস্টে মুক্তি  পাবে।

No comments