Breaking News

সম্পূর্ণ বাঙালিয়ানার ছোঁয়া নীল-তৃণা এর বিয়ের মেনু দেখুন - Filmy Network


 সম্প্রতি বাঙালি রীতি মেনেই অভিনেতা নীল এবং অভিনেত্রী তৃণা সাহা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন । আর তাদের বিয়ের খাবার মেনুতে বাঙালিয়ানার ছোঁয়া থাকবে না তা হতেই পারে না ।  চলুন এক নজরে দেখে নেয়া যাক নীল-তৃণা এর বিয়ের মেনু --


মেনুতে ছিল চিতল মাছের মুইঠা ও মিঠি মালাই চিকেন।


আর ছিল চিংড়ি মাছের মালাইকারি ও মটন কষা ।



জিরা রাইস ও তরকা ।



বাসন্তী পোলাও ও ভেটকি পাতুরি ।



বাটার নান ও ডাল মাখানি ।



ছানার পাতুরি ও মালাই কোফতা ।


ছোলার ডাল ও পেঁয়াজ কচুরি । 



আরো ছিল ভেজ ঝাল ফ্রেজি ও চাটনি, পাপড় ।


Read More:  বিয়ে করছেন অভিনেত্রী তৃণা সাহা!

No comments