Breaking News

বিবাহ-বিচ্ছেদের নোটিশ অভিনেত্রী নুসরত জাহানকে | FILMY NETWORK

ছরের শুরু থেকেই ব্যক্তিগত জীবন নিয়ে খবরের শিরোনামে ছিলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan) । টলিপাড়ার হাওয়ায় ভাসছিল নুসরত জাহানের নতুন প্রেম এবং বিবাহ বিচ্ছেদের জল্পনা। 

তবে আর কোন জল্পনা নয়,  সাংসদ অভিনেত্রী নুসরত জাহানকে বিবাহ-বিচ্ছেদের নোটিশ পাঠালেন তাঁর স্বামী নিখিল জৈন। সূত্রানুযায়ী, এক প্রথম সারির সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন নিখিল। যদিও ঘটা করে বিয়ের ঠিক এক বছর নয় মাসের মাথায় কেন এমন সিদ্ধান্ত নিলেন এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি।
 
উল্লেখ্য, ২০২০র শেষ থেকেই নুসরতের সংসারের ফাটল ধরতে শুরু করে। নুসরত ও নিখিল একে অপরকে সোশ্যাল মিডিয়ায় ফলো করা বন্ধ করে দেন।  তার মাঝেই টলিপাড়ায় ভাসতে থাকে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরতের ঘনিষ্ঠতার খবর। জানা যায়, যশের সঙ্গে হলিডে ট্রিপে যান নুসরত জাহান। সম্প্রতি বিভিন্ন জায়গায় এক সাথে দেখাও যায় যশ - নুসরতকে। এই নিয়ে যদিও কেউই মুখ খোলেননি।
টলিউডে বিবাহবিচ্ছেদ যদিও নতুন নয়। তবে 'সুখী দম্পতি' হিসেবে পরিচিত নিখিল-নুসরাত এর বিবাহ বিচ্ছেদের খবরে হতাশ দর্শক মহল। 

 

No comments