শুভশ্রীকে 'সেক্সি গিফট' উপহার রাজের ! FILMY NETWORK
অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী একটি বিলাসবহুল দামী কালো রঙের গাড়ির গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। নতুন এই গাড়িটি জায়গা করে নিল নায়িকার গ্যারাজে। কিন্তু নায়িকাকে কে উপহার দিলেন এই দামী গাড়ি? অন্য কেউ নন, উপহারটি দিয়েছেন পরিচালক স্বামী রাজ চক্রবর্তী।
সত্যিই সময়টা বেশ ভালোই চলছে রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলীর। 'পরিণীতা' ছবির বিশাল সাফল্যের পর দিওয়ালিতে অভিনেত্রী স্ত্রীকে গাড়ি উপহার দিলেন পরিচালক রাজ চক্রবর্তী। উপহার পেয়ে স্বভাবতই দারুন খুশি শুভশ্রী। টলিউডের মিষ্টি এই অভিনেত্রী প্রিয় রাজকে ধন্যবাদজ্ঞাপন করে ভালোবাসার কথা জানাতে ভোলোননি। এর পাশাপাশি নতুন গাড়ির সাথে নিজে ছবি তুলে তা শেয়ারও করেছেন সোশ্যাল মিডিয়ায়।
উল্লেখ, 'পরিণীতা' ছবির মাধ্যমে পরিচালক রাজ চক্রবর্তীর হাত ধরে বড় পর্দায় কামব্যাক কামব্যাক করেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। 'পরিণীতা' ছবি বেশ ভালো সাফল্য পায় বক্স-অফিসে। শুভশ্রীর অভিনয়ে যেমন দর্শকেরা মুগ্ধ হন, তেমনি পরিচালনার জন্য প্রশংসা পান পরিচালক রাজ চক্রবর্তী।
আরও দেখুনঃ [টলি হার্টথ্রব অঙ্কুশের কিছু এক্সক্লুসিভ ছবি ]
No comments