Breaking News

রাতের রাস্তায় আনন্দ শেয়ার করছেন নুসরত জাহান !

ৎসবের রঙ তখনই আরও সুন্দর হয় যখন সবার সঙ্গে তা পালন করা হয় - এমনটাই মনে করেন নুসরাত। সামনেই দীপাবলি উৎসব। আর তাই আলোর উৎসব শুরুর আগেই পথবাসী দরিদ্র মানুষদের সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান।

সম্প্রতি তৃণমূল কংগ্রেস নেত্রী তথা অভিনেত্রী নুসরত একটি সংস্থার তরফে বেশ কিছু উপহার তুলে দেন এক মাইনরটি এলাকার দরিদ্র মানুষদের হাতে। স্বামী নিখিল জৈনকে সঙ্গে নিয়ে বিলি করলেন দীপাবলির উপহার এবং শুরু করে দেন উৎসবের উদযাপন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাঁর ভিডিয়োও শেয়ার করেন নুসরত জাহান। ঐ ভিডিওটিতে দেখা যাচ্ছে, নুসরত এবং নিখিল জৈন দুজনে মিলে দীপাবলি উপহার তুলে দিচ্ছেন একাধিক মানুষের হাতে। দীপাবলীর উপহার হাতে তুলে দিয়ে উৎসবের আনন্দকে সবার সঙ্গে ভাগ করে নিচ্ছেন বলে জানিয়েছেন নুসরত জাহান। 


No comments