টলি হার্টথ্রব অঙ্কুশের এক্সক্লুসিভ কিছু ছবি | Filmy Network
পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ছেলে। সারাবাংলার টিনএজ মেয়েদের হার্টথ্রব এখন তিনিই। |
হ্যাঁ, ঠিকই ধরেছেন। অভিনেতা অঙ্কুশ হাজরার কথাই বলছি। ২০১০ সালে টলিউডে পা দেন 'কেল্লাফতে' ছবির মাধ্যমে। |
তারপর একের পর এক ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন সাফল্যের সঙ্গে এবং টলিউডের নিজের জায়গা পাকা করেছেন। |
বর্তমানের বাংলা হার্ডকোর কমার্শিয়াল ছবিতে জিৎ বা দেব ছাড়া যে একটি নাম পরিচালকদের মাথায় থাকে তা হলো অঙ্কুশ। |
বাংলার শীর্ষ প্রযোজনা সংস্থার অন্যতম নায়ক এখন অঙ্কুশ। কাজ করেছেন ইন্দো-বাংলাদেশের ছবিতেও। |
অঙ্কুশের উল্লেখযোগ্য ছবিগুলো হল খিলাড়ি, কি করে তোকে বলবো, হরিপদ ব্যান্ডওয়ালা, কেলোর কীর্তি, ভিলেন প্রভৃতি। |
No comments