Breaking News

টলি হার্টথ্রব অঙ্কুশের এক্সক্লুসিভ কিছু ছবি | Filmy Network


পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ছেলে। সারাবাংলার টিনএজ মেয়েদের হার্টথ্রব এখন তিনিই।
হ্যাঁ, ঠিকই ধরেছেন। অভিনেতা অঙ্কুশ হাজরার কথাই বলছি। ২০১০ সালে টলিউডে পা দেন 'কেল্লাফতে' ছবির মাধ্যমে।
তারপর একের পর এক ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন সাফল্যের সঙ্গে এবং টলিউডের নিজের জায়গা পাকা করেছেন।
বর্তমানের বাংলা হার্ডকোর কমার্শিয়াল ছবিতে জিৎ বা দেব  ছাড়া যে একটি নাম পরিচালকদের মাথায় থাকে তা হলো অঙ্কুশ।
বাংলার শীর্ষ প্রযোজনা সংস্থার অন্যতম নায়ক এখন অঙ্কুশ। কাজ করেছেন ইন্দো-বাংলাদেশের ছবিতেও।
অঙ্কুশের উল্লেখযোগ্য ছবিগুলো হল খিলাড়ি, কি করে তোকে বলবো, হরিপদ ব্যান্ডওয়ালা, কেলোর কীর্তি, ভিলেন প্রভৃতি।

No comments