ভাইরাল হল অঙ্কুশ-ঐন্দ্রিলার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি | Filmy Network
এই উৎসবের আমেজে প্রেমের জোয়ারে ভাসছেন অভিনেতা অঙ্কুশ হাজরা এবং অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। টলিপাড়ার এই লাভ বার্ডস প্রকাশ্যে আনলেন তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি। মুহূর্তেই মধ্যেই যথারীতি তা ভাইরাল হয়ে যায়।
ভালোবাসার মানুষজনকে ছাড়া উৎসব কেমন যেন অসম্পূর্ণ থেকে যায়। এমনটাই মনে করেন অঙ্কুশ। আর তাই এই দীপাবলিতে অঙ্কুশ মেতেছিলেন তার ভালোবাসার মানুষজনদের সঙ্গে। সকল ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবীদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন অঙ্কুশের ভালোবাসার মানুষ ঐন্দ্রিলাও। দুইজন একসঙ্গে দীপাবলি উদযাপন করেন অন্যান্যদের সঙ্গে। ঐন্দ্রিলার লাল লেহেঙ্গার সঙ্গে মিল রেখে অঙ্কুশ পরেছিলেন লাল শেরওয়ানি। সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশ একটি ছবিও শেয়ার করেন। ছবিতে দেখা যায়, অঙ্কুশ ভালোবেসে ঐন্দ্রিলার গালে চুম্বন করছেন এবং ঐন্দ্রিলা সেই ভালোবাসা উপভোগ করছেন।
Ankush Hazar and Oindrila Sen |
অঙ্কুশ এবং ঐন্দ্রিলার ভালোবাসার কথা সকলে জানলেও দুজনকে এমন ভাবে প্রকাশ্যে ঘনিষ্ঠ হতে কখনোই দেখা যায়নি। তাই সাইবার দুনিয়ায় অঙ্কুশ-ঐন্দ্রিলার রোমান্টিক এই ছবি ভাইরাল হতে একটুও সময় নেয়নি।
আরও দেখুনঃ [ বিকিনিতে ঝড় তুললেন ‘সাত ভাই চম্পা’ ধারাবাহিকের বাঙালী অভিনেত্রী সুদীপ্তা ]
আরও দেখুনঃ [ বিকিনিতে ঝড় তুললেন ‘সাত ভাই চম্পা’ ধারাবাহিকের বাঙালী অভিনেত্রী সুদীপ্তা ]
No comments