দেখুন সোহম-শ্রাবন্তীর 'পিয়া রে'-র ফার্স্ট লুক
না ভুল, না ঠিক... ভালোবাসার এক অন্য দিক।
শ্রাবন্তী ও সোহম আসছে নিখাদ এক প্রেমের ছবি 'পিয়া রে' নিয়ে। সম্প্রতি মুক্তি পেলো তারই ফার্স্ট লুক।
নিম্নবিত্ত পরিবারের রিয়া ও মধ্যবিত্ত ঘরের ছেলে রবির ভালোবাসার কাহিনী নিয়ে এই ছবি। রিয়ার চরিত্রে থাকছেন শ্রাবন্তী এবং রবির চরিত্রে দেখা যাবে সোহমকে। সুরিন্দর ফিল্মস প্রযোজিত ছবিটি পরিচালনা করছেন নবাগত পরিচালক অভিমন্যু মুখার্জি এবং ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলী।
পরিচালকের মতে, এটি মেনস্ট্রিম কমার্শিয়াল নয়, 'পিয়া রে' সাইকোলজিক্যাল প্রেমের গল্প। সম্ভবত আগামী অগাস্ট মাসে মুক্তি পাবে 'পিয়া রে'।
শ্রাবন্তী ও সোহম আসছে নিখাদ এক প্রেমের ছবি 'পিয়া রে' নিয়ে। সম্প্রতি মুক্তি পেলো তারই ফার্স্ট লুক।
নিম্নবিত্ত পরিবারের রিয়া ও মধ্যবিত্ত ঘরের ছেলে রবির ভালোবাসার কাহিনী নিয়ে এই ছবি। রিয়ার চরিত্রে থাকছেন শ্রাবন্তী এবং রবির চরিত্রে দেখা যাবে সোহমকে। সুরিন্দর ফিল্মস প্রযোজিত ছবিটি পরিচালনা করছেন নবাগত পরিচালক অভিমন্যু মুখার্জি এবং ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলী।
পরিচালকের মতে, এটি মেনস্ট্রিম কমার্শিয়াল নয়, 'পিয়া রে' সাইকোলজিক্যাল প্রেমের গল্প। সম্ভবত আগামী অগাস্ট মাসে মুক্তি পাবে 'পিয়া রে'।
No comments