Breaking News

এবার দুপুরে ঠাকুরপো-দের ঘুম ওড়াতে আসছে নতুন ঝুমা বৌদি!

   এসভিএফ -এর ওয়েব সিরিজ 'দুপুর ঠাকুরপো'-র কথা কমবেশি প্রায় সকলেই জানেন। সিজন ওয়ানে গল্পের মূল চরিত্র, উমা বৌদি  রূপে দেখা গিয়েছিল অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়-কে। সেক্সি এবং বোল্ড অবতারে দেওর দের ঘুম কেড়েছিলেন তিনি। এবার 'দুপুর ঠাকুরপো' দ্বিতীয় সিজন আসতে চলেছে। কিন্তু এতে থাকছেন না উমা বৌদি তথা নায়িকা স্বস্তিকা মুখোপাধ্যায়। তবে দেওরদের নিরাশ হওয়ার কিছু নেই। নতুন সিজেনে আসছেন নতুন বৌদি। নাম ঝুমা বৌদি। বিগ বস খ্যাত অভিনেত্রী মোনালিসা-কে দেখা যাবে এই ঝুমা বৌদির চরিত্রে। লাস্যময়ী মোনালিসা এর আগে বিভিন্ন ভোজপুরী, ওড়িয়া, তামিল ছবিতে কাজ করেছেন। এই মাসের শেষ বা পরের মাসের শুরুতে ঝুমা বৌদিকে দেখা যাবে হইচই- এতে।

  

No comments