Breaking News

মুক্তি পেল ফারিয়ার মিউজিক ভিডিও 'পটাকা' র ফার্স্ট লুক



নতুন রূপে ফারিয়া। সঞ্চালক, ভিডিও জকি, অভিনেত্রী-র পর এবার তিনি গায়িকা।

    অনেক অভিনেতা অভিনেত্রীই এখন গান গাইছেন। সেই তালিকায় নতুন সংযোজন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। তবে কোন সিনেমার জন্য নয়, ফারিয়া নিয়ে আসতে চলেছেন 'পটাকা' নামের এক আসতো মিউজিক ভিডিও এবং মিউজিক ভিডিওটিতে গান গেয়েছেন স্বয়ং ফারিয়া। সম্প্রতি প্রকাশিত হল 'পটাকা' পোস্টার। আগামী ২১শে এপ্রিল এসভিএফ এবং সিএমভি-র ইউটিউব চ্যানেলে 'পটাকা' -র ট্রেলার মুক্তি পাবে এবং এরপর ২৬শে এপ্রিল পুরো মিউজিক ভিডিওটি মুক্তি পাবে। এই প্রসঙ্গে ফারিয়া বলেছেন, ''এতদিন অন্যের গানে নেচেছি। এবার নিজের গাওয়া গানে নিজে নাচলাম। দারুণ এক অভিজ্ঞতা।'' অভিনেত্রী আরো বলেছেন যে, ''তিনি রীতিমত প্রায় ছ মাস অনুশীলন করে তারপর গানের রেকর্ডিংও দাঁড়িয়েছিলেন।''
    গত বছর নভেম্বরে ফারিয়া 'পটাকা' গানে কণ্ঠ দেন। গানটির কথা লিখেছেন রাকিব হাসান। সুর ও সঙ্গীত করেছেন প্রীতম হাসান। গানটির ভিডিও কোরিওগ্রাফি ও পরিচালনা করেছেন বাবা যাদব
    এসভিএফ এবং সিএমভি-র ইউটিউব চ্যানেল ছাড়াও গানটি ভিডিও স্ট্রিমিং সাইট বাংলা ফ্লিক্স-এও মুক্তি পাবে।  


No comments