বাংলা ছবিতে অভিষেক বলিউডের অভিষেকের
স্ত্রী, বালা, ড্রিমগার্ল-এর মতো বলিউড ছবিতে অসামান্য অভিনয় দক্ষতার সঙ্গে কাজ করে ইতিমধ্যেই দর্শক মনে জায়গা করে নিয়েছেন অভিনেতা অভিষেক ব্যানার্জি। বাঙালি হলেও আগে কখনো বাংলা ছবিতে কাজ করেননি। তবে এবার বাংলা ছবিতে ডেবিউ করতে চলেছেন এই অভিনেতা। প্রথমবার বাংলা সিনেমায় কাজ করবেন অভিনেতা অভিষেক ব্যানার্জি। ছবির নাম 'আবার বছর কুড়ি পরে'।
বলিউড বাদ দিয়ে হঠাৎ কেন বাংলা সিনেমায়? এই প্রসঙ্গে অভিনেতা অভিষেক ব্যানার্জি বলেছেন, " অবশ্যই ছবির গল্প। আর বাংলা নামী শিল্পীদের সঙ্গে কাজ করতে চাই।'' পাশাপাশি তিনি জানিয়েছেন, কলকাতার প্রতি তার টানের কথা।
[ আরও দেখুনঃ সতর্ক হয়ে যান শহরে ড্রাকুলা! ]
চারজন বন্ধু এবং তাদের রিইউনিয়নকে ঘিরেই আবর্তিত 'আবার বছর কুড়ি পরে' ছবির গল্প। ছবির পরিচালক শ্রীমন্ত সেনগুপ্ত। অভিষেক ব্যানার্জি ছাড়াও 'আবার বছর কুড়ি পরে' ছবিতে অভিনয় করবেন টলিউডের আবীর চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তীর জনপ্রিয় শিল্পীরা।
প্রমোদ ফিল্মস্ এবং পি এস এস এন্টারটেইনমেন্ট প্রযোজিত 'আবার বছর কুড়ি পরে' ছবির শুটিং শীঘ্রই শুরু হবে।
No comments