উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন রাণী রাসমণি !
আসলে অন্যান্য উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মতোই স্কুলের ইউনিফর্মে টেলিভিশনের ‘রাণী রাসমণি’ তথা টেলিভিশন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। কারণ তিনি এবারের একজন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। অভিনেত্রী দিতিপ্রিয়া রায় পাঠভবনের ছাত্রী। পরীক্ষার সিট পড়েছে বালিগঞ্জের বিএসএস বিদ্যালয়ে। পরীক্ষা বেশ ভালই হচ্ছে বলে জানিয়েছেন তিনি। দিতিপ্রিয়া বাকি সমস্ত পরীক্ষা গুলোও ভালো ভাবে দিতে চান। তাঁর প্রিয় বিষয় সমাজতত্ত্ব নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করতে চান, বলেছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।
[ আরো পড়ুনঃ মুখ ঢাকলেন বাংলার সাংসদ-অভিনেত্রী মিমি ..কেন? ]
তবে পরীক্ষার জন্য বন্ধ নেই দিতিপ্রিয়ার শুটিং। কারণ তিনিই যে রানী রাসমনি! তাই রাসমণি না থাকলে ‘রাণী রাসমণি’ ধারাবাহিকের হবে কি? অগত্যা পরীক্ষা দিয়ে শ্যুটিং করতে ছুটছেন দিতিপ্রিয়া রায়।
No comments