করোনা : মাস্কে মুখ ঢাকলেন বাংলার সাংসদ-অভিনেত্রী মিমি
সেখানে টলিউড অভিনেত্রী মিমি লিখেছেন, ''কাজের প্রতিশ্রুতি রক্ষায় আজ লন্ডন যাচ্ছি। সব রকম আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি। বাকি কি হবে জানা নেই।"
এদিকে মিমির এই মাস্ক পরা ছবি পোস্টের সাথেসাথে ভাইরাল হয় এবং ছবির নিচে পড়ে প্রচুর কমেন্ট। অনেক জন মিমি চক্রবর্তীকে 'সেফ জার্নি'র বার্তা দিয়ে কমেন্ট করেন। অনেকে আবার এই সাংসদ অভিনেত্রীকে আক্রমণ করেও কমেন্ট করেছেন। কেউ লিখেছেন, ''আপনি মাস্ক পেয়েছেন, আমরা পাইনি।'' কেউ আবার লিখেছেন, ''দয়া করে আর দেশে ফিরবেন না।''
No comments