Breaking News

মিমির সতর্কবার্তা ....শহরে ড্রাকুলা!



শহরে ড্রাকুলা ! ড্রাকুলা আবার বাঙালি ! 
এই প্রসঙ্গে সাংসদ- অভিনেত্রী মিমি চক্রবর্তী বার্তা দিলেন, রক্তপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক..........

কি ভয় পেলেন নাকি? ভয় পেলে জানিয়ে রাখি আমরা কথা বলছি সাংসদ- অভিনেত্রী মিমি চক্রবর্তীর  আসন্ন  ছবি  সম্পর্কে। দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন মিমি চক্রবর্তী। সৌজন্যে পরিচালক দেবালয় ভট্টাচার্যের ছবি 'ড্রাকুলা স্যার' (Dracula Sir)। ছবিতে মিমির সঙ্গে থাকছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। বৃহস্পতিবার প্রকাশ্যে এল 'ড্রাকুলা স্যার' ছবির  অফিসিয়াল পোস্টার।
জানা গেছে 'ড্রাকুলা স্যার' ছবিতে এক 'বাঙালী' ড্রাকুলার গল্প বলতে চলেছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। ছবির মুখ্য চরিত্র রক্তিম একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাঁর সামনের দাঁত (ক্যানাইল টিথ) দুটি লম্বা হওয়ায় সবাই তাকে ডাকে ড্রাকুলা স্যার বলে। ক্রমে তিনি পরিণত হন এক রক্তচোষা রক্তচোষা ড্রাকুলায়। কিন্তু কিভাবে? তা জানার জন্য ছবিটি দেখার কথা বলেছেন পরিচালক।

ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত 'ড্রাকুলা স্যার' ছবিটি ১লা মে মুক্তি পেতে চলেছে।

No comments