যশের সঙ্গে বাংলার দুই সাংসদ আবারও একসঙ্গে বড় পর্দায় - Filmy Network
অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং নুসরত জাহান বর্তমানে বাংলার সাংসদ। ক্রিসক্রস, কেলোর কীর্তি সহ বিভিন্ন বাংলা ছবিতে তারা কাজ করেছেন একসঙ্গে। তবে সাংসদ হওয়ার পর তাদেরকে আর কোন ছবিতে একসঙ্গে দেখা যায়নি। অবশেষে মিমি চক্রবর্তী ও নুসরত জাহান আবারো একসাথে বড় পর্দায় আসতে চলেছেন। ছবির নাম 'SOS KOLKATA'। সিনেমাটি পরিচালনা করেছেন অংশুমান প্রত্যুষ ।
জারেক এন্টারটেইনমেন্ট ও প্রত্যুষ প্রোডাকশন ব্যানারের 'SOS KOLKATA' সিনেমাটি প্রযোজনা করছেন অভিনেত্রী এনা সাহা। উল্লেখ্য প্রযোজক হিসেবে অভিনেত্রী এনার এটাই প্রথম ছবি। ৬ই জুলাই থেকে 'SOS KOLKATA' ছবির শুটিং শুরু হতে চলেছে।
A brand new beginning for me as a producer! Proud to announce our first venture #SOSKolkata directed by #AnshumanPratyush. Happy to announce our debut feature film! @jarek_ent @pratyush_prod pic.twitter.com/Q7DyghKRbm— Ena Saha (@SahaEna) July 1, 2020
ছবিতে মিমি চক্রবর্তীর বিপরীতে থাকছেন অভিনেতা যশ দাশগুপ্ত। ছবির গল্প প্রসঙ্গে পরিচালক অংশুমান প্রত্যুষ জানিয়েছেন যে, 'একটা মিশন নিয়ে এই ছবি। একটা হোটেল পুলিশ ও জঙ্গী সামনাসামনি হয় এবং সেখানেই জড়িয়ে যায় এই ছবির বিভিন্ন চরিত্রগুলি'। এই ছবির মুক্তির জন্য দর্শক অপেক্ষায় থাকবেন।
No comments