Breaking News

চুমু দিয়ে শুরু শ্রাবন্তীর নতুন বছর ! রইল ছবি

তৃতীয়বার বিয়ে করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। রোশন সিংয়ের সঙ্গে বিয়ের পর বারবার  খবরের শিরোনামে উঠে আসতে দেখা যায় শ্রাবন্তীকে৷  কখনও রোশনের সঙ্গে জিম, কখনও  শিব পুজো করে, আবার কখনওবা দুজনে একসঙ্গে জন্মদিন পালন করে  যেমন বিনোদনের চর্চায় থেকেছেন শ্রাবন্তী, তেমনি স্বামীর সঙ্গে ভালবাসায় মাখানো মিষ্টি ছবি শেয়ার করে জয় করেছেন ভক্তদের মন।

আর এবার অভিনেত্রী শ্রাবন্তী নতুন বছরের শুরুটাও করলেন স্বামী রোশনের সঙ্গে একসঙ্গে, ঠোঁটে ঠোঁট রেখে। শ্রাবন্তীর সঙ্গে  ঘনিষ্ঠ সেই ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন রোশন সিং এবং 'হ্যাপি নিউ ইয়ার জান' বলে শ্রাবন্তীকে তা ট্যাগ করেন রোশন৷ প্রত্যুত্তরে অভিনেত্রী শ্রাবন্তীও  তাঁর ভালোবাসার মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানান৷ 


View this post on Instagram

A post shared by Singh Roshan (@singhroshan399) on

রোশনের পাশাপাশি শ্রাবন্তীও নতুন বছরে পোষ্ট করেন নতুন ছবি৷ যেখানে স্বামী রোশনের সঙ্গে হাসি মুখে ভক্তদের শুভেচ্ছা জানাতে দেখা যায় টলিউডের এই প্রথম সারির অভিনেত্রীকে৷ 

Srabanti with her husband



No comments