রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলী টলিউডের অন্যতম মিষ্টি দম্পতি -- একথা সকলেই এক বাক্যে স্বীকার করবেন! ব্যস্ততার মাঝেও রাজ এবং শুভশ্রী যখনই একটু ফাঁকা পান, তারা একসঙ্গে সময় কাটান। তাদের সেই একান্ত মুহূর্তের সুন্দর ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন।
অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী বিয়ের পর বড় পর্দায় ফেরেন স্বামী তথা পরিচালক রাজ চক্রবর্তীর হাত ধরেই। বর্তমানে উভয়েই কাজ নিয়ে অসম্ভব ব্যস্ত। দিনের বেশিরভাগ সময়টা কাটছে শ্যুটিং ফ্লোরে। এই মুহূর্তে পরিচালক রাজ চক্রবর্তীর হাতে যেমন বেশ কয়েকটি ছবি রয়েছে; তেমনি চার-পাঁচটি ছবি হাতে রয়েছে শুভশ্রীরও।
তবে শত ব্যস্ততার মাঝেও নিজেদের সুন্দর করে সাজানো ফ্ল্যাটে রাজ-শুভশ্রী বড়দিন উদযাপন করলেন একসঙ্গেই। খ্রিস্টমাস উপলক্ষ্যে তারা নিজেদের মতো করে সময় কাটান। সান্তার সামনেই ভালোবাসার আলিঙ্গনে ধরা পড়েন তারা। পরে সান্তার সাথে ছবি তুলে তা পোস্টও করেন সোশ্যাল মিডিয়ায়। রাজ-শুভশ্রীর ক্রিসমাস সেলিব্রেশন -এর ছবিগুলি মুহূর্তেই ভাইরাল হয়।
|
স্যান্টাক্লজ এর সঙ্গে শুভশ্রী |
|
সান্টার পিছনে উষ্ঞ ভালোবাসার আলিঙ্গনে রাজ-শুভশ্রী |
|
বড়োদিনে একান্তে রাজ ও শুভশ্রী |
Gd
ReplyDelete