JNU ইস্যুতে দীপিকা পাডুকোন কী বললেন দেখুন - Filmy Network
দীপিকা পাডুকোন তার নতুন ছবি ‘ছপাক’ এর প্রচার এ দিল্লি যান । সেখান থাকে জেএনইউ তে যান এবং জেএনইউ ইস্যুতে নেত্রী ঐশী ঘোষ এর পাশে দাঁড়ান । পরে কানহাইয়া কুমার এর বক্তব্য শোনেন । জেএনইউ পড়ুয়াদের উপর যে দুস্কৃতী হামলার ঘটে তাতে তিনি খুবই মর্মাহত । তিনি সোশ্যালে পোষ্ট এর মাধ্যমে তার বক্তব্য বলতে পারতেন । কিন্তু তিনি সরাসরি জেএনইউ আর পাশে এসে দাঁড়ালেন । তার এই পদক্ষেপ দেখে সকলে তাকে কুর্নিশ জানাছেন । দেশের যা পরিস্থিতি হচ্ছে এই নিয়ে তিনি অনেক ভয়ে আছেন ।
বিজেপি নেতারা বলছেন তিনি তার ছবি প্রচারের জন্য জেএনইউ তে যান । যার জন্য তার নতুন ছবি ‘ছপাক’ বয়কট ডাক দেয় । ইতি মধ্যে বয়কট হ্যাশট্যাগ ট্রেন্ড হয়েছে ।
দেখুন কানহাইয়া কুমার এর বক্তব্য
More power to you @deepikapadukone and thank you for your solidarity and support. You might be abused or trolled today, but history will remember you for your courage and standing by the idea of India. pic.twitter.com/q9WkXODchL— Kanhaiya Kumar (@kanhaiyakumar) January 7, 2020
No comments