Breaking News

‘দুপুর ঠাকুরপো’-র তৃতীয় সিজন, আসছে নতুন বৌদি | Filmy Network


ঝুমা বৌদি ও উমা বৌদিকে এখন অতীত। এবার হইচই- এর ওয়েব সিরিজ 'দুপুর ঠাকুরপো' কাঁপাতে আসছেন নতুন এক বৌদি।

‘হইচই অরিজিনালস’-এর ‘দুপুর ঠাকুরপো’র সিজন ৩ শুরু হতে চলেছে। তবে এবারে পাল্টে যাচ্ছে বৌদি দেবর দের মনে ঝড় তুলবেন তিনি। তিনি হলেন বি-টাউনের লাস্যময়ী নায়িকা ফ্লোরা সাইনি

প্রসঙ্গত এর আগে ‘দুপুর ঠাকুরপো’র সিজন ১-এ উমা বৌদির ভূমিকায় ঝড় তুলেছিলেন কলকাতার লাস্যময়ী অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। আর তারপর ‘দুপুর ঠাকুরপো’র সিজন ২ -এ  ঝুমা বৌদির ভূমিকায় অভিনয় করে দেবরদের মনে কাঁপন ধরিয়েছিলেন ভোজপুরি তারকা মোনালিসা ওরফে অন্তরা বিশ্বাস। এবার  ‘দুপুর ঠাকুরপো’র সিজন ৩ পর্বে ফুলওয়া বৌদির চরিত্রে অভিনয় করতে চলেছেন ফ্লোরা সাইনি।

হইচইয়ের ইউটিউব চ্যানেলে প্রকাশ হলো ফুলওয়া বৌদির লুক। পরিচয়পর্বে তারা লিখেছে, ‘এ বছর কলকাতার তাপমাত্রা নামিয়ে আনতে বৃষ্টিও হবে অক্ষম—কারণ শহরে আসছে দুপুর ঠাকুরপোদের নতুন বৌদি হিসেবে অভিনেত্রী ফ্লোরা সাইনি! এবারে উমা বৌদি ও ঝুমা বৌদিকে টেক্কা দিতে আসছে ফুলওয়া বৌদি!’
Photo: Actress Flora Saini
ফ্লোরা বিভিন্ন হিন্দি ওয়েব সিরিজের  বেশ পরিচিত মুখ মুখ। ‘গন্দি বাত’-এ অত্যন্ত সাহসী ও খোলামেলা দৃশ্যে অভিনয় করেছেন। বোঝাই যাচ্ছে, তৃতীয় পর্বে আরো উদ্দীপক হতে চলেছে ‘দুপুর ঠাকুরপো’। 

‘দুপুর ঠাকুরপো’র নতুন বৌদি দর্শকদের মনের কতটা কাছাকাছি পৌঁছতে পারেন তা অবশ্য ওয়েব সিরিজটি শুরু হলেই বোঝা যাবে।

No comments