বিপরীতে যিশু, তাও ছবিতে না মিমির | FILMY NETWORK
অভিনেত্রী মিমি চক্রবর্তী পরিচালক প্রতিম ডি গুপ্তের আগামী ছবিতে অভিনয় করতে চলেছেন - এমন একটা খবর ছিল। তবে সম্প্রতি মিমি জানিয়েছেন যে, ছবিটি তিনি করছেন না।
প্রতিমের ছবিটির মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা যিশু সেনগুপ্ত। তবে কি যিশুর সঙ্গে কাজ করতে চান না সাংসদ-অভিনেত্রী মিমি? আসল ঘটনা কিন্তু তা নয়। ঘটনার সূত্রপাত ছবিতে থাকা ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে। সূত্র মারফত জানা গেছে, প্রতিম ডি গুপ্তের ঐ ছবিতে কিছু ঘনিষ্ঠ দৃশ্য আছে। আর তাতেই আপত্তি অভিনেত্রীর।
চরিত্রের প্রয়োজনে অভিনেতা-অভিনেত্রীদের বিভিন্ন দৃশ্যে অভিনয় করতে হয়। অভিনেতা-অভিনেত্রীরা এখন সাহসী দৃশ্যে অভিনয়ে কোন ছুৎমার্গও রাখেন না। তবে কি সমালোচনার ভয় পাচ্ছেন মিমি? কারণ অভিনেত্রীর পাশাপাশি মিমি এখন একজন সাংসদও।
এ ব্যাপারে মিমি চক্রবর্তী বলেছেন, ‘‘সমালোচনার জন্য যে আমি ইন্টিমেট সিন করছি না, তা নয়। সাংসদ হওয়াটাও এ ক্ষেত্রে একমাত্র কারণ নয়। আমি কোনও দিনই ঘনিষ্ঠ দৃশ্যে স্বচ্ছন্দ নই। তা হলে কেরিয়ারের এই পর্যায়ে কেনই বা করব?’’
প্রতিমের ছবিটির জন্য মিমির বদলে অন্য অভিনেত্রীর খোঁজ চলছে।
No comments