Breaking News

রাজের হাত ধরে একফ্রেমে নুসরতের সঙ্গে মিমি-শুভশ্রী, দেখুন ভিডিও | Filmy Network

বশেষে বহুদিন পর একসঙ্গে একই ফ্রেমে ধরা দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলী। বাবা যাদবের কোরিয়োগ্রাফিতে নুসরত জাহানকে সঙ্গে নিয়ে করলেন নাচ।

গতবছরে একটি বিজ্ঞাপণী সংস্থার উদ্যোগে প্রকাশ পেয়েছিল মিমি-নুসরত-শুভশ্রীর পুজোর গান। গানটি খুবই জনপ্রিয়তা পায়। তাই এ বছর তারা ফের একবার নতুন গান শুট করার সিদ্ধান্ত নেন। সেই উপলক্ষেই একপর্দায় আসেন তিন টলি নায়িকা - মিমি, শুভশ্রী এবং নুসরত। সম্প্রতি প্রকাশ্যে এল পরিচালক রাজ চক্রবর্তী পরিচালিত সেই মিউজিক ভিডিও।


প্রসঙ্গত, পরিচালক রাজ চক্রবর্তীকে ঘিরে মিমি চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলী কে নিয়ে কম জলঘোলা হয়নি। পরে রাজ-শুভশ্রীর বিয়ে হয়ে গেলেও চাপা উত্তেজনা ছিল টলিউডের এই দুই জনপ্রিয় অভিনেত্রীর মধ্যে। আশা করা যাচ্ছে সেই বরফ এবার গলছে।

No comments