Breaking News

সোশ্যাল থ্রিলারধর্মী ছবিতে বিশ্বনাথ - সায়ন্তনী | Filmy Network

সামাজিক টানাপোড়নের মধ্যে সম্পর্কের বিভিন্ন স্তরকে সোশ্যাল থ্রিলারের মোড়কে বড় পর্দায় হাজির করতে চলেছেন পরিচালক আতিউল ইসলাম। ছবির নাম 'চাতক'। নারী কেন্দ্রিক এই ছবির মুখ্য চরিত্রে থাকছেন অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা। 

ছবিটি সম্পর্কে সায়ন্তনী বলেছেন, ‘আমার চরিত্রটা একজন উচ্চাকাঙ্খী মহিলার। ছবিতে আমার দু’টো লুক রয়েছে। একটা বিয়ের আগের এবং আর একটি বিয়ের পরের। একজন বড়লোক কর্পোরেট ব্যবসায়ীকে বিয়ে করে সে। বিয়ের পরে স্বামীর সঙ্গে একটা সমস্যা হয়। এই নিয়েই গল্প।’
Photo: Actress Sayantani Guhathakurta
সায়ন্তনীর বিপরীতে থাকছেন অভিনেতা বিশ্বনাথ বসু। তিনি সায়ন্তনীর স্বামীর ভূমিকায় অভিনয় করছেন। যিনি আবার একজন কর্পোরেট ব্যবসায়ী। এছাড়াও ছবিতে অভিনয় করছেন সমদর্শী দত্ত,অনুরাধা রায় প্রমুখ।
Photo : Biswanath Basu
ছবিতে গান গাইছেন অনুপম রায়, অংশুমান সাহা। গান লিখেছেন দীপাংশু আচার্য্য , সান্বয় মিত্র ও শ্রাবণ। 'চাতক'-এর কাহিনী বিন্যাস , চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তানবির কাজি।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে মুর্শিদাবাদ জেলায় 'চাতক' ছবির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন ছবির প্রযোজনা সংস্থা, এ আর প্রোডাকশন।

1 comment: