Breaking News

দেখুন তো চিনতে পারেন কিনা এই সুপারস্টার কে | FILMY NETWORK

খনও তিনি 'সুপারস্টার' হয়ে ওঠেননি, সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি নিজের এমনি এক পুরনো ছবি পোস্ট করেছেন টলিউড অভিনেতা জিৎ। 

একটি গাছের উপর তার ডালে ঠেস দিয়ে বসে রয়েছেন একদমই তরুন জিৎ। তার পরনে রয়েছে ক্যাজুয়াল শার্ট, প্যান্ট এবং পায়ে বুট জুতো। জানা গেছে যে, এটি তাঁর প্রথম পোর্টফোলিওর ছবি। ছবিটি তার বন্ধু চরনের তুলেছিলেন। 


অভিনেতা জিৎ-এর পোস্ট করা বহু পুরনো এই ছবিটি নিয়েই এখন সোশ্যাল মিডিয়ায় চলছে জোর আলোচনা। উচ্ছ্বসিত ভক্তরা করেছেন নানান কমেন্ট। বেশিরভাগ জন প্রশ্ন করেছেন, ''এটা কত সালের ছবি?'' কেউ লিখেছেন, ''দাদা তুমিই সবার সেরা''। কেউ কেউ আবার লাভ স্মাইলিতে ভরিয়ে দিয়েছেন ছবির কমেন্ট বক্স।

No comments