এবার রোজভ্যালি কান্ডে তলব ঋতুপর্ণাকে | Filmy Network
টলিউডের জনপ্রিয় জুটি প্রসেনজিৎ ও ঋতুপর্ণাকে ঘিরে শোরগোল বাংলা চলচ্চিত্র জগতে। রোজভ্যালি চিটফান্ড কেলেঙ্কারিতে প্রসেনজিৎ-এর পর এবার ইডি গোয়েন্দাদের তলব অভিনেত্রী ঋতুপর্ণাকে।
গত সোমবারই রোজভ্যালি কান্ডে তলব করা হয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রকেও। সেই তালিকায় এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পর জুড়লেন টলিউডের অপর এক তারকা ঋতুপর্ণা সেনগুপ্ত। রোজভ্যালি সংস্থার কর্ণধার গৌতম কুন্ডুকে অনেকদিন ঘরেই জেরা করছিল ইডি। সেই জিজ্ঞাসাবাদ থেকেই উঠে এসেছে টলিউডের একাধিক তারকাদের নাম। তার মধ্যে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ফলে তাকে এই সংক্রান্ত বিষয়ে জেরা করার জন্যই ডাকা হয়েছে।
Actress Rituparna Sengupta |
ইডি সূত্রের খবর, মূলত গৌতম কুণ্ডুর রোজভ্যালি চিটফান্ড সংস্থার একাধিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। কিন্তু সেই অনুষ্ঠানে তিনি কেন গিয়েছিলেন, বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার সূত্রে কোনো আর্থিক লেনদেন হয়েছে কিনা - সেইসব বিষয় খতিয়ে দেখবে ইডি।
অভিনেত্রী জানিয়েছেন, "তিনি সবসময়ই আইন মেনে চলেন এবং এই বিষয়ে গোয়েন্দাদের যাবতীয় সাহায্য করবেন তিনি।"
No comments