Breaking News

জিৎ-কোয়েলের 'শেষ থেকে শুরু' মুক্তি পেল বাংলাদেশে | Filmy Network


পরিচালক রাজ চক্রবর্তীর পরিচালনায় ফের একবার পর্দায় ফেরেন জিৎ - কোয়েল জুটি। ছবির নাম 'শেষ থেকে শুরু'। আজ ওপার বাংলায় মুক্তি পেল ছবিটি।

এ বছর ঈদের সময় অর্থাৎ এক মাস আগে এপার বাংলায় জিৎ ফিল্ম ওয়াকর্স  ও গ্রাসরুট ইন্টারটেইনমেন্ট  প্রযোজিত 'শেষ থেকে শুরু' ছবিটি মুক্তি পায়। সাফল্যের সঙ্গে এখনো ছবিটি পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় চলছে। 



জিৎ-কে ছবিটিতে দেখা যাবে মাহিদের চরিত্রে, আর কোয়েল হন তার পূজারিণী। অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী, ত্রিধা চৌধুরীও রয়েছেন এই ছবিতে। সিনেমাটির 'মধুবালা' নামে একটি আইটেম নাম্বারে পা মিলিয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী।

Raj Chakraborty, Koel Mallick, Jeet and Ritabhari Chakraborty
 প্রথমথেকেই শোনা যাচ্ছিল 'শেষ থেকে শুরু' পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে মুক্তি পাবে। অবশেষে তা হতে চলেছে। আজ বাংলাদেশের ৫০ টির বেশি হলে মুক্তি পেল 'শেষ থেকে শুরু'। খুশি জিৎ ও কোয়েলের অগণিত বাংলাদেশি ভক্ত।

বাংলাদেশের হলের নাম গুলি নিচে দেওয়া হলঃ

No comments