জিৎ-কোয়েলের 'শেষ থেকে শুরু' মুক্তি পেল বাংলাদেশে | Filmy Network
পরিচালক রাজ চক্রবর্তীর পরিচালনায় ফের একবার পর্দায় ফেরেন জিৎ - কোয়েল জুটি। ছবির নাম 'শেষ থেকে শুরু'। আজ ওপার বাংলায় মুক্তি পেল ছবিটি।
এ বছর ঈদের সময় অর্থাৎ এক মাস আগে এপার বাংলায় জিৎ ফিল্ম ওয়াকর্স ও গ্রাসরুট ইন্টারটেইনমেন্ট প্রযোজিত 'শেষ থেকে শুরু' ছবিটি মুক্তি পায়। সাফল্যের সঙ্গে এখনো ছবিটি পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় চলছে।
[ আরো দেখুনঃ জিৎ-কোয়েলের 'শেষ থেকে শুরু' ছবির পোস্টার ]
জিৎ-কে ছবিটিতে দেখা যাবে মাহিদের চরিত্রে, আর কোয়েল হন তার পূজারিণী। অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী, ত্রিধা চৌধুরীও রয়েছেন এই ছবিতে। সিনেমাটির 'মধুবালা' নামে একটি আইটেম নাম্বারে পা মিলিয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী।
![]() |
Raj Chakraborty, Koel Mallick, Jeet and Ritabhari Chakraborty |
প্রথমথেকেই শোনা যাচ্ছিল 'শেষ থেকে শুরু' পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে মুক্তি পাবে। অবশেষে তা হতে চলেছে। আজ বাংলাদেশের ৫০ টির বেশি হলে মুক্তি পেল 'শেষ থেকে শুরু'। খুশি জিৎ ও কোয়েলের অগণিত বাংলাদেশি ভক্ত।
বাংলাদেশের হলের নাম গুলি নিচে দেওয়া হলঃ
No comments