বিশ্ব ইমোজি দিবসে নিজের ইমোজি শেয়ার করলেন সায়ন্তিকা | Filmy Network
১৭ ই জুলাই ছিল ওয়ার্ল্ড ইমোজি ডে। আমরা এখন ইমোজির মাধ্যমে মনের ভাব প্রকাশ করে থাকি। রংবেরঙের এই ইমোজি সময় বাঁচানোর পাশাপাশি আমাদের মুখের হাসিও ফোটায়। এই ইমোজি যতদিন ছিল না ততদিন মনের ভাব লিখে প্রকাশ করা হতো। যত দিন যাচ্ছে নিত্য নতুন ইমোজি তৈরি হচ্ছে মনের ভাব প্রকাশের জন্য। এই ওয়ার্ল্ড ইমোজি ডে পালন করলেন সায়ন্তিকা ব্যানার্জীও।
টলিউডের এই অভিনেত্রী খোদ নিজের ইমোজি বানিয়ে ফেললেন তাঁর ভক্তদের জন্য। বিভিন্ন ইমোজি গুলির সাথে মিল রেখে একাধিক ধরনের পোজ দিয়ে নিজের ছবি পোস্ট করলেন তিনি। যার মধ্যে প্রতিটি অনুভূতি খুব সূক্ষ্মভাবে ধরা পড়েছে। মোট বারো মেজাজে বারোটি ইমোজির সাথে নিজস্ব করে নিজের ইমোজি তৈরি করেছেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী। তা শেয়ারও করেছেন সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রী লিখেছেন, "আমি সায়ন্তিকা এখন আমার নিজের ব্যক্তিগত ইমোজি আছে।" এই ভাবেই অন্যান্য অনেকের মতো বিশ্ব ইমোজি ডে উপভোগ করলেন সায়ন্তিকা ব্যানার্জী।
[ আরো দেখুনঃ টলিউডের ফিটনেস কুইন্ সায়ন্তিকা ]
No comments