Breaking News

প্রকাশ্যে জিৎ-কোয়েলের 'শেষ থেকে শুরু' ছবির পোস্টার - FILMY NETWORK


ছবির নাম 'শেষ থেকে শুরু'। জিৎ-এর প্রযোজনা সংস্থা প্রযোজিত এই ছবির পরিচালক রাজ চক্রবর্তী। তাঁর পরিচালনাতেই ফের একবার পর্দায় ফিরছে জনপ্রিয় জিৎ - কোয়েল জুটি।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে জিৎ-কোয়েল জুটির 'শেষ থেকে শুরু' ছবির দুটি অফিশিয়াল পোস্টার। দুটি পোস্টারেই জিৎ ও কোয়েল রয়েছেন। একটিতেও উভয়কেই সাদা এবং অপরটিতে উভয়কেই কালো রঙের পোশাকে রোমান্টিক ভঙ্গি তো দেখা যাচ্ছে। এই ছবিতে জিৎকে দেখা যাবে মাহিদের চরিত্রে, আর কোয়েল হবেন তার পূজারিণী। কোয়েল ছাড়া ওই ছবিতে থাকছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী এবং ত্রিধা চৌধুরী

Official Posters : Shesh Theke Shuru

জিৎ-কোয়েল জুটিকে এর আগে একসঙ্গে পর্দায় শেষ দেখা গিয়েছিল রাজা চন্দের 'বেশ করেছি প্রেম করেছি' ছবিতে। এই হিট জুটি দু'বছর বাদ পর্দায় ফেরায় খুশি সকলে। ছবি নিয়ে প্রত্যাশাও প্রচুর।

জিৎ ফিল্ম ওয়াকর্স  ও গ্রাসরুট ইন্টারটেইনমেন্ট  প্রযোজিত 'শেষ থেকে শুরু' ছবিটি ঈদে মুক্তি পাবে।

No comments