Breaking News

রাজনীতিতে আসার কারণ জানালেন অভিনেত্রী পার্নো | Filmy Network


সদ্য নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে ভারতীয় জনতা পার্টির সদস্যপদ গ্রহণ করেন টলিউড অভিনেত্রী পার্নো মিত্র। এবার রাজনীতিতে আসার কারণ খোলসা করলেন এই অভিনেত্রী। 

তৃণমূল সরকারকে কটাক্ষ করে পার্নো বলেছেন, 'আমরা এটা বুঝে গিয়েছি এরাজ্যে চাকরি নেই, শিল্প নেই। যখন পরিবর্তন এল তখন সবাই আশা করেছিলাম এবার শিল্প আসবে, পরিকাঠামো নির্মাণ হবে। উন্নতি হবে শিক্ষা, স্বাস্থ্যের। কিন্তু বদলে আমরা পেলাম শুধুই মিথ্যা আশা, দুর্নীতি। আইনিব্যবস্থা পুরো ভেঙে গিয়েছে। শিক্ষা, স্বাস্থ্যব্যবস্থার কোনও উন্নতিই হয়নি।'

Actress Parno Mittra at an event.
জনপ্রিয় দৈনিক 'টাইমস অফ ইন্ডিয়া'কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী আরো বলেছেন, 'আমার প্রজন্মের লোকেরা এগিয়ে আসছে। তাঁরা পরিবর্তন চান। সহকর্মীদের সাফল্যে আমি খুশি। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করলে পরিবর্তন আসবে না। তার জন্য পথে নামতে হবে। এরপর সময় বলবে। পরিবর্তন চাইলে নিজেকেই তা আনতে হয়।' 

 পার্নোর মতে, সাধারণ মানুষের পরোয়া না করে নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে পশ্চিমবঙ্গের বর্তমান তৃণমূল সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে যুদ্ধে নেমেছে। তিনি বলেন, 'আমি নতুন সমাজের সাক্ষী হতে চাই। পরিবর্তন আনতে চাই। শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, কলকাতার রাস্তায়, পশ্চিমবঙ্গের জেলায় জেলায় গিয়ে কাজ করব।'

No comments