Breaking News

মুম্বাইয়ের সমুদ্রসৈকতে অভিনেত্রী সায়ন্তনী ... দেখুন ছবি


ঘুরতে খুবই ভালবাসেন তিনি। তিনি অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা। আর তাই শুটিংয়ের ব্যস্ততার মাঝে একটু সময় পেলেই বেরিয়ে পড়েন বেড়াতে। দেশের আনাচকানাচ তো বটেই, বাদ যায় না বিদেশেও। একাই ঘুরতে পছন্দ করেন সায়ন্তনী। তবে আবার কখনো বেরিয়ে পড়েন বন্ধু-বান্ধবদের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন সেসব ছবি।

আরো দেখুন : (অভিনেত্রী সায়ন্তনীর লেটেস্ট ফটোশ্যুটের ঝলক)
কদিন আগেই মুম্বাই গিয়েছিলেন সায়ন্তনী। সমুদ্র নায়িকাকে বরাবরই ভীষন টানে। আর সেই টানেই তিনি হাজির হয়েছিলেন মুম্বাইয়ের ভারসোভা বিচে। সমুদ্র সৈকতে সাদা টি-শার্ট ও ডেনিম শর্টস পরিহিত সুন্দরী সায়ন্তনী ধরা দিলেন ক্যামেরায়। ছবিগুলি ফিল্মি নেটওয়ার্ক -এর সাথে এক্সক্লুসিভলি শেয়ারও করলেন।

01/04
সমুদ্র সৈকতে অভিনেত্রী সায়ন্তনী
02/04
আবেদনময়ী সুন্দরী ধরা দিলেন ক্যামেরায়
03/04
সাদা টি-শার্ট আর ডেনিম শর্টস পরিহিত সুন্দরী
04/04
মুম্বাই সমুদ্র সৈকতে হাস্যোজ্জ্বল সায়ন্তনী

No comments