Breaking News

অভিনেত্রী সায়ন্তিকার 'লাইফ লাইন' কে... জানেন কি?


সায়ন্তিকা ব্যানার্জি টলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। নাচের জন্যও সুখ্যাতি রয়েছে তাঁর। জিম করতে ভালোবাসেন সায়ন্তিকা। ছুটির দিনেও বাদ পড়ে না জিম।

তবে অবসর সময়ে আর একটা জিনিস অবশ্যই করেন এই নায়িকা। সেটা হলো তার পোষ্যদের সঙ্গে সময় কাটানো। অভিনেত্রী সায়ন্তিকা একজন 'ডগ লাভার'। এটা তাঁর ফ্যানেরা সকলেই জানেন। সিরাজ এবং  টিকি নামে তার দুটো পোষ্যও রয়েছে। কাজের ফাঁকে অবসরে এদের সাথে সময় কাটান নায়িকা।

তবে শুধু ছুটির সময় নয়, আনন্দ বা মন খারাপের সময়ও সিরাজ ও টিকি হয়ে ওঠে অভিনেত্রীর সঙ্গী। কারণ তারাই যে সায়ন্তিকার 'লাইফ লাইন'।


View this post on Instagram

A post shared by Sayantika Banerjee (@iamsayantikabanerjee) on

No comments