ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবর গুজব... জানুন সত্য
সোশ্যাল মিডিয়ার খবর অনুযায়ী তিনি মৃত। কিন্তু তিনি বেঁচে আছেন এবং বহাল তবিয়তেই রয়েছেন। তিনি অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ার সকল খবর গুজব।
বাঙালির কাছে ভিক্টর বন্দ্যোপাধ্যায় একটা আলাদা আবেগ। অভিনয় দক্ষতার মাধ্যমে তিনি স্থান করে নিয়েছেন। দর্শক মনে বাংলা, হিন্দি সহ বহু ভাষার সিনেমায় অভিনয় করেছেন সাবলীল ভাবে। কাজ করেছেন সত্যজিৎ রায়, মৃণাল সেন, শ্যাম বেনেগাল -এর মতো প্রখ্যাত পরিচালকদের সঙ্গে।
রবিবার দুপুরে বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুর গুজব খবর ফেসবুকে ছড়ায়। খবরের সত্যতা না জেনে অনেকে তা শেয়ারও করেন। পরে জানা যায় যে, ভিক্টর বন্দ্যোপাধ্যায়-এর এই মৃত্যুর খবর সম্পূর্ণ মিথ্যা। তিনি সুস্থ আছেন, ভালো রয়েছেন।
No comments