Breaking News

চলে গেলেন অভিনেতা মৃণাল মুখোপাধ্যায়

filmynetwork.in

চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা মৃণাল মুখোপাধ্যায়। কয়েক মাস ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে । ‌ মঙ্গল দুপুরে তাঁর জীবণাবসান হয় ।
আরও দেখুনঃ- মিমের উচিৎ জবাব দিলেন কমলেশ্বর
তাঁর দুই সন্তান অভিনেতা দেবপ্রিয় মুখোপাধ্যায় ও গায়িকা জোজো মুখোপাধ্যায়।  দুজনেই বাংলা বিনোদন জগতে প্রতিষ্ঠিত।
আরও দেখুনঃ-হচ্ছে রিমেক...বাংলার 'কন্ঠ' এবার মালয়ালীতে
মৃণাল মুখোপাধ্যায় প্রায় পাঁচ দশকের বেশি সময় ধরে সিনেমা জগতে কাজ করেছেন । তিনি ছোটো পর্দা ও বড়ো পর্দায় সমান ভাবে কাজ করেছেন । তিনি প্রধারনত খল চরিত্রে বেশি অভিনয় করতেন । সাম্প্রতি ২০১৬ সালে 'ব্যোমকেশ ও চিড়িয়াখানা ' ছবিতে অভিনয় করেছিলেন । এছাড়াও তিনি ভালো গান গাইতেন । তাঁর প্রয়াণে ইন্ডাস্ট্রিতে নেমেছে শোকের ছায়া । 

No comments